Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২১

কর্মবন্টন

মৎস্য প্রশিক্ষণ একাডেমি, সাভার, ঢাকার বিভিন্ন পদের কার্যাবলী

ক্রনং

পদের নাম

পে স্কেল (২০০৯ অনুযায়ী)

অনুমোদিত পদ

কার্যাবলী

পরিচালক

 

১টি

-একাডেমির প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করা।

-একাডেমির সার্বিক প্রশাসনিক এবং একাডেমিক সংক্রান্ত দায়িত্ব পালন   করা।

--একাডেমির প্রিন্সিপাল একাউন্টিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করা।

-একাডেমির  বিভিন্ন ব্যক্তির মধ্যে দায়িত্ব বন্টন করা।

- ছুটি বিধিমালা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করা।

-একাডেমির সকল কার্যক্রমে প্রয়োজনীয দিক নির্দেশনা প্রদান, তত্ত্বাবধান এবং মূল্যায়ন করা।

- প্রতিষ্ঠান হিসাবে প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন   করা ছাড়াও সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

-বিভিন্ন , কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপে নিজে একাডেমির প্রতিনিধিত্ব করা অথবা তার মনোনীত কোন ব্যক্তি দ্বারা উক্ত প্রতিনিধিত্ব সম্পাদন করা।

-বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/সংস্থা/ আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান/শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে প্রশিক্ষন সংক্রান্ত বিষয়ে লিঁয়াজো রক্ষা করা।

-সরকার কর্তৃক কোন প্রতিবেদন চাওয়া মাত্র তা তৈরিপূর্বক যথাস্থানে প্রেরণ করা।

-একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়ন/সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প/কর্মসূচী/কার্যাবলী এর ফর্মুলেশন ও বাস্তবায়ন করা।

-সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

 

উপপরিচালক

 

১টি

-পরিচালককে তার দায়িত্ব পালনে সহায়তা প্রদান করা।

-জনবল, আর্থিক বিষয়াদি রক্ষণাবেক্ষণ এবং সাপোর্ট সার্ভিস সংক্রান্ত সমস্ত বিষয় ব্যবস্থাপনা করা।

–সমস্ত প্রশাসনিক বিষয়ে সহযোগিতা করা।

–অধিনস্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন এবং কাজে তত্ত্বাবধান  করা।

–পরিচালক কর্তৃক অর্পিত আর্থিক বিষয়াবলীর দায়িত্ব পালন করা।

 -বিভিন্ন , কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপে পরিচালক কর্তৃক  মনোনীত  ব্যক্তি হিসাবে  একাডেমির প্রতিনিধিত্ব করা।

–ওভারটাইম বিল মঞ্জুর করা।

-সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

 

সহকারী পরিচালক

 

২ টি

--পরিচালক এবং উপপরিচালককে তার প্রশাসনিক এবং একাডেমিক সংক্রান্ত দায়িত্ব পালনে সহায়তা প্রদান করা।

–অধিনস্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন এবং কাজে তত্ত্বাবধান  করা।

–পরিচালক কর্তৃক অর্পিত আর্থিক বিষয়াবলীর দায়িত্ব পালন করা।

 -বিভিন্ন , কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপে পরিচালক কর্তৃক  মনোনীত  ব্যক্তি হিসাবে  একাডেমির প্রতিনিধিত্ব করা।

-বিভিন্ন কমিটির সদস্য হিসাবে উক্ত বিষয়ে সহযোগিতা করা।

-সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

 

উপসহকারী পরিচালক

 

৩টি

--পরিচালক এবং উপপরিচালককে তার প্রশাসনিক এবং একাডেমিক সংক্রান্ত দায়িত্ব পালনে সহায়তা প্রদান করা।

–অধিনস্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন এবং কাজে তত্ত্বাবধান  করা।

–পরিচালক কর্তৃক অর্পিত আর্থিক বিষয়াবলীর দায়িত্ব পালন করা।

 -বিভিন্ন , কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপে পরিচালক কর্তৃক  মনোনীত  ব্যক্তি হিসাবে  একাডেমির প্রতিনিধিত্ব করা।

-বিভিন্ন কমিটির সদস্য হিসাবে উক্ত বিষয়ে সহযোগিতা করা।

-সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

 

গ্রন্থগারিক

 

১টি

--পরিচালক এবং উপপরিচালককে তার প্রশাসনিক এবং একাডেমিক সংক্রান্ত দায়িত্ব পালনে সহায়তা প্রদান করা।

-লাইব্রেরি উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করা এবং সেগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা।

- বই, সাময়িকী, সরকারী প্রকাশনা এবং অন্যান্য দ্রব্যাদি ক্যাটালগভূক্ত এবং শ্রেণিবিন্যাস করা।

-সকল অনুষদবর্গের চাহিদার ভিত্তিতে বই, জার্নাল, ইত্যাদি এর কেনাকাটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

-ক্যাটালগের আপডেট নিশ্চিত করা।

-একসেশন রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা।

-লাইব্রেরি এর কার্যক্রম দৈনিক যথাসময়ে সম্পাদন নিশ্চিত করা।

-লাইব্রেরিতে একাডেমিক পরিবেশ বজায় রাখতে সহায়তা করা।

-–অধিনস্ত সকল কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন এবং কাজে তত্ত্বাবধান  করা।

 

--সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

 

প্রধান সহকারী

 

১টি

-অগ্রিম রেজিস্ট্রারসহ একাউন্টের সকল প্রকার বই নির্দিষ্ট সময় অন্তর যাচাই করা।

-ক্যাশিয়ার কর্তৃক ভাউচার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা।

--কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

ক্যাশিয়ার

 

১টি

-দৈনিক লেনদেনের বিবরণ উল্লেখ পূর্বক ক্যাশ বই রক্ষণাবেক্ষণ করা।

-পাশকৃত বিলের চেক লিখিতপূর্বক চেকগ্রহণকারীর নিকট হস্তান্তর করা।
- ইস্যুকৃত চেকের রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা।
-যে বিল/ ভাউচারগুলোর পেমেন্ট হয়েছে সেগুলো সংরক্ষণ করা।

--কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

গাড়ী চালক

 

৩টি

-একাডেমি কর্তৃক নির্ধারিত ডাক্তারের কাছ থেকে যানবাহন চালানোয় সক্ষম প্রমাণের জন্য তাদের শারীরিক সক্ষমতার সনদপত্র নিতে হবে।

-প্রচলিত আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা।

-দায়িত্ব পালনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে যানবাহনের দায়িত্ব বুঝে নেওয়া।

-নির্দেশনা অনুযায়ী লগবুক লেখা।

-যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

- যানবাহন মেরামতের সময় প্রয়োজনে ওয়ার্কশপের স্টাফদেরকে সহযোগিতা করা।

--কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।

সহায়ক কর্মচারী

 

১৬টি

-নির্ধারিত অফিস কক্ষ, চেয়ার, টেবিল ইত্যাদি পরিষ্কার করা।

-সভা অনুষ্ঠানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা।

--কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন দায়িত্ব পালন করা।